২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়া ৫৩ তম ব্যাক্তিটির নাম মো. নাছির উদ্দীন (৫৮)। সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি হলেও তিনি নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তিনি জানান, মো. নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৯ মে দুপুর ১২টার দিকে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে সন্দ্বীপ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানা যায়, নিহত মো. নাছির উদ্দিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ হাজার ৬৪৫ জনে। তাছাড়া জেলা সিভিল সার্জনের তথ্যমতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দেড়শ জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply