মনিরামপুর (যশোর):যশোরের মণিরামপুরে এবার নতুন করে এক কৃষক (৫৫) করোনায় আক্রান্ত হয়েছে। তার বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর গ্রামে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় যশোর সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রিপোর্টের তথ্য জানানো হয়েছে। মণিরামপুর হাসপাতালের ইউএইচও ডা. শুভ্রারানী দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. (শুভ্রা রানী) বলেছেন, আক্রান্ত কৃষক গত ২ দিন ধরে যশোর সদর হাসপাতালে ভর্তি ছিলো। গতকাল তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। আজ তার পজেটিভ রিপোর্ট এসেছে।
মণিরামপুর হাসপাতালের চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম বলেন, আজ (রবিবার) আক্রান্ত কৃষক হাসপাতাল ছেড়ে বাড়ি আসেন। সন্ধ্যায় তার পজেটিভ খবর আসার পর উপজেলা প্রশাসনসহ আমরা কৃষকের বাড়ি যাই। আক্রান্ত কৃষকের দেহে এখন কোনও করোনা উপসর্গ নেই। তবে তিনি এজমার রোগী। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বাড়িতে আইসোলেশনে থাকছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (আহসান উল্লাহ শরিফী) বলেছেন, খবর পেয়ে ওই কৃষকের বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগীতা করা হবে।
রবিবার পর্যন্ত মণিরামপুরে( ১১ জনের) করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে ৪জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছে। বাকিরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়
Leave a Reply