ফিরিঙ্গিবাজারে জুয়া, ক্যাসিনো, মাদক ও সন্ত্রাসবিরোধী গন মিছিল

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে জুয়া, ক্যাসিনো, মাদক ও সন্ত্রাসবিরোধী গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গণমিছিলে চট্টগ্রাম সিটির ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমেদের নেতৃত্বে গণমিছিলটি ফিরিঙ্গি বাজার মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি থানা, জিপিও আলকরনসহ নগরী বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে ব্রীজঘাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এতে উপস্থিত থেকে জুয়া, ক্যাসিনো, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন  আওয়ামী লীগ নেতা তারেক সদ্দার, মাসুদ আহম্মেদ, ওসমান গনি, মানিক, ফজলে হাসান, ইয়াছিন আরাফাত, হাসান শাহারিয়ার, সরওয়ার সরকার, ও মো. রাহাত প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *