২৫মে/ কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ২৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার হাসপাতাল ল্যাব

কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯০ জনের স্যাম্পল টেস্ট করে ২৫ জনের করোনা শনাক্ত হয় এবং ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্তের তথ্য: কক্সবাজার সদর ৭, চকরিয়া ৮, কুতুবদিয়া ১, মহেশখালী ১, উখিয়া ২, বান্দরবান ২ এবং রোহিঙ্গা ৪ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় ২৫মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৯জনসহ মোট করোনা রোগী ৩৮১জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৩১ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১৮ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৯জন, উখিয়া উপজেলায় ৪৭ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬৪জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *