চারদিকে ঈদের উল্লাস,আজ জাতী ভালো থাকার অভিনয় করছে:জাহান উদ্দীন

স্যোসাল মিডিয়ার পাতায় পাতায় গত ৩ মাস শুধু মৃত্যু-দাফন-কাফন।জাতি দেখেছেন বীর বাঙ্গালীর বেদনা বিধুর সময়কাল, এরই মধ্যে জাতি হারিয়ে যেতে দেখেছেন ড. সা’দত হোসেন স্যার, প্রফেসর আনিসুজ্জামান স্যার সহ অসংখ্য জাতীয় ব্যক্তিত্ব।

হারিয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী, শিক্ষাবিদ, পেশাজিবী, চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী সহ বহু গুণীজনকে। হারিয়েছে আপনজন। হারিয়েছে অনেক মেধা- প্রতিভা। হয়ত জাতি শোকাহত হৃদয়ে তাঁদের স্বরণ করবে যুগের পর যুগ। অত:পর বহুযুগ।

♦ জাতি দেখেছেন ত্রাণ চোর, দেখেছেন চুরি হওয়া ত্রাণের অসংখ্য ছবি, দেখেছেন ধর্ষণ নিউজ। শুটিং এর ছায়াচিত্র তো ছিলই।দেখেছেন টেঁটা-বল্লমে সজ্জিত বীর যোদ্ধাদের। হয়ত জাতি একদিন ঘৃণার আবরণে তাদের ঢেকে দিবে, হারিয়ে যাবে মহাকালের গভীর অন্ধকারে।

শোক, নির্লজ্জতা, পৈশাচিকতা, রুক্ষতা, নিষ্ঠুরতা সবই গত তিন মাস যা জাতি প্রত্যক্ষ করেছে স্যোসাল মিডিয়ার কল্যাণে।

আজ ব্যতিক্রম স্যোসাল মিডিয়া, আজ শুধুই ঈদের উল্লাসের চিত্র আর শুভেচ্ছার কথা সাথে ভাল থাকার অভয় বাণী। ভাল লেগেছে আজ। ভাল আছি আজ।

আজ জাতির মূখয়ব দেখে বলতে ইচ্ছে হচ্ছে —

ভাল থেকো ফুল,
মিষ্টি বকুল—-
ভাল থেকো ।।

লেখক :মোহাম্মদ জাহান উদ্দীন
থানা যুব উন্নয়ন কর্মকর্তা, কোতয়ালি থানা, চট্টগ্রাম ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *