ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ি উপজেলায় খিরাম ইউনিয়নে ঈদের দিন সংঘটিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঐ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন (৩০)সহ আরো ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
অপর ২ জন হচ্ছেন এমদাদ (৩৭) এবং বেলাল (২৯)।
সোমবার বিকালে ও রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃতে খিরামে অভিযান চালানো হয়।
পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর মোহাম্মদপুরে চেয়ারম্যানের বাসায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে সহ সেখানে অবস্থান করা এমদাদ ও বেলালকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সোমবার সকালে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কতিপয় চিহৃিত দুর্বৃত্ত আবদুল জব্বার ( ৪২) নামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কে গুলি করে হত্যা করেছে।
বর্তমানে উক্ত হত্যাকান্ডকে ইস্যু করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশী অভিযান অব্যাহত থাকায় ঐ ইউনিয়নে পুরুষ শূণ্য হয়ে পড়েছে। ইউনিয়নটির ভৌগলিক অবস্থান খুবই দূর্গম হওয়ায় ওখানে নানা ধরনের অপরাধ লেগেই রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ
Leave a Reply