২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে এবং কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যায় ২ হাজার ছুঁতে চলেছে।

মঙ্গলবার (২৬ মে) চারটি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে ৮৮ জন চট্টগ্রামমহানগরের এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।

জেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ২ জন, ফটিকছড়িতে ২ জন ও সন্দ্বীপে ৩ জন। তাছাড়া দ্বিতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে তিনজনের।

২৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, পুলিশ ডাক্তারের পাশাপাশি করোনা আক্রান্তদের তালিকায় আছেন বিআইটিআইডির ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাসহ আরো ২ সংবাদকর্মী। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৫ জন।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবে। একদিনে ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

একই দিন চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়। ৪৪ জন নগরের ও দুই জন৷ উপজেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা মিলেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিতকরেছেন জেলা সিভিল সার্জন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *