বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় যিনি নেতৃত্ব দেন তিনি নিজেই করোনা রোগী

বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ করোনা আক্রান্ত

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস যখন বাংলাদেশে হানা দিতে শুরু করেছে টিক তখনই চট্টগ্রামে করোনা পরীক্ষার প্রধান ল্যাব ঘোষণা করা হয় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)।

আর গত দুই মাস ধরে এ ল্যাবের নেতৃত্ব দিয়ে প্রতিদিন শতশত নমুনা পরীক্ষার পর করোনা রোগী শনাক্ত করেন ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। অবশেষে নিজের নমুনা পরীক্ষা করে তিনি জানতে পারেন করোনার কবলে তিনি নিজেও।

মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা তার করোনা পজেটিভ পাওয়া যায়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাকিল আহমেদ।

জানা যায়, গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামে করোনা পরীক্ষার প্রধান ল্যাবের নমুনা পরীক্ষার টিমে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রতিদিন প্রায় ৩শ টেস্টের রেজাল্ট সাক্ষর করেব ডাক্তার শাকিল। একই সাথে ল্যাবে পরীক্ষাও করেন তিনি।

তিনি জানান, গত দুইদিন ধরে সর্দি ও হালকা জ্বর অনুভূত হলে নিজের ল্যাবেই নমুনা পরীক্ষা করি। ২৬ মে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে। তবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকার কথা জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত এ ল্যাব নমুনা পরীক্ষার টিমেদুজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে চট্টগ্রামের নমুনা পরীক্ষার প্রধান এ ল্যাবে অন্যান্য সদস্যরা কোয়ারেন্টাইনে গেলে পরীক্ষায় কিছুটা প্রভাব পড়বে বলে মনে করছেন ল্যাব সংশ্লিষ্টরা।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *