ঠাকুরগাঁওয়ে ২ নারীসহ ৪ জনের করোনা সনাক্ত; মোট আক্রান্ত ৬৭

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। সদর উপজেলায় আক্রান্ত ২ জনের একজন নারী ও একজন পুরুষ। ২ জনেরই বাড়ি রহিমানপুর ইউনিয়ন। আক্রান্ত পুরুষ ব্যক্তিটি গাজীপুরে একটি গার্মেন্টসে চাকুরী করতেন। গত ১৮ মে তিনি ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। তার বাড়ী উপজেলার জীবনপুর গ্রামে। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকুরি করতেন। গত ১৫ মে তিনি ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।

এছাড়াও পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০ বছর বয়সী একজন পুরুষ। তার বাড়ী উপজেলার সেনুয়া গ্রামে।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ জন, হরিপুর উপজেলায় ১৮ জন, রাণীশংকৈল উপজেলায় ৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে আবারও কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৭ মে) জেলা প্রশাসনের সভা কক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়।

সভায় জানানো হয়, বৃহস্পতিবার (২৮ মে) থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *