২৪ ঘণ্টা ডট নিউজ। মো: পারভেজ, হাটহাজারী : চট্টগ্রামের হাটাহাজারীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। হাটহাজারীবাসী করোনা শনাক্তের পরিমাণ যেমন দেখেছে তেমনি প্রত্যক্ষ করেছে করোনায় করুণ মৃত্যুর দৃশ্যও।
গত ২৮ এপ্রিল হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও আজ ২৮মে এক মাসের ব্যবধানে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৬০ জনে। যার মধ্যে গত ১৫ দিনে শনাক্ত হয়েছে ৪৯ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১জন। ১৩ই মে এর পর থেকে হাটহাজারীতে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসন আপ্রাণ চেষ্টা করে গেলেও করোনা নিয়ে উপজেলাবাসীর উদাসীনতা স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ দিন দিন বৃদ্ধিই করে চলছে।
গতকাল বুধবার (২৭ মে) হাটহাজারীতে নতুন করে ৮ জন করোনা শনাক্ত হয়। এছাড়া এক জনের দ্বিতীয় বার করো প্রজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন।
এদিকে হাটহাজারীতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার পিছনে উপজেলাবাসীর অসেচতনতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের সাথে লুকোচুরির মধ্যে চলছে লকডাউন। উপজেলার হাট-বাজারগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখার দৃশ্য চোখে পড়ছে না।
কখনো প্রশাসনের উপস্থিতে কয়েক মিনিট সামাজিক দুরুত্ব বজায় থাকলেও মূলত বেশির ভাগ সময় সামাজিক দুরুত্ব বজায় রাখছেন না এলাকাবাসী। পাড়ার অলিতে গলিতেও চলছে আড্ডা যা মোটেই কাম্য নয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসেন বলেন, করোনা থেকে বাচঁতে আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হয়।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply