চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল করোনা আক্রান্ত নারী

চট্টগ্রামে করোনায় মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে করোনা আক্রান্ত এক নারী। আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তার মৃত্যু হয়।

তথ্যটি নিশ্চিত করে জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মৃত নারী আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হলে গত ২০ মে তিনি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬২ জনে।

প্রসঙ্গত : এর আগে ২৭ মে বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ছিলো ৬১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ২শ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *