নিলয় ধর,মণিরামপুর (যশোর):মণিরামপুরে মানসিক প্রতিবন্ধী ছেলে শাবলের আঘাতে হত্যা করেছে তার বাবাকে।
বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত চায়েল গাজী (৫৫) ওই গ্রামের সামদারী গাজীর ছেলে।
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইদ্রিস আলীকে (২২) গ্রেফতার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত চায়েল গাজীও শারীরিক প্রতিবন্ধী (খোড়া)। তার ৩ ছেলে। মেজ ছেলে ইদ্রিস আলী মানসিক প্রতিবন্ধী। প্রায়ই পরিবারের লোকজন তাকে বেঁধে রাখতেন।
ঈদের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।(বুধবার) বিকেল সাড়ে ৩ টার দিকে হঠাৎ ইদ্রিস শাবল নিয়ে বাবার মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন চায়েল। তাকে উদ্ধার করে স্বজনরা কেশবপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলেন । কিন্তু খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন, অভিযুক্ত ছেলে ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। মর্গে পাঠানোর জন্য লাশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply