২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ দিনের নবজাতক শিশু। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বয়সী এ করোনা রোগীটিও চট্টগ্রামের।
করোনায় আক্রান্ত মায়ের নবজাতক শিশুটি জন্ম নেওয়ার একদিন পরই নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২৮ মে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবের ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। তিনি বলেন, বর্তমানে মা ও ৪ দিনের শিশু পুত্র দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে গত ২৪ মে রবিবার ৩২ বছর বয়সী এক গর্ভবতী নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২০ মে ওই নারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
শুরুতে তিনি বাসায় আইসোলেশনে থাকলেও গত ২৪ মে তার প্রচণ্ড প্রসব বেদনা উঠলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। করোনা আক্রান্ত ওই নারীকে সেদিনই অস্ত্রোপচার করলে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন।
জন্মদাতা মায়ের করোনা পজেটিভ থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরদিন ওই শিশু পুত্রের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শিশুর জন্মের ৪ দিনের দিন গতকাল বৃহস্পতিবার চমেক ল্যাবের ফলাফলে শিশুটির শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়ে।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩২ জন এবং উপজেলায় ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে চারদিন বয়সী এক নবজাতক রয়েছে। গত ২৪ মে জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী শিশুটির জন্ম দেন। বৃহস্পতিবার চমেক ল্যাবে নবজাতকটির করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুলিশ সদস্য ১৬ জন এবং সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৪২৯ জন। যার মধ্যে নগরে ২১৭০ জন এবং উপজেলায় ২৫৯ জন। করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৭ জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply