২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একই ঘটনায় আরো ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সীতাকুণ্ড মহাসড়কের পাশের একটি দোকানে ঢুুকে পড়ে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ মো. আশরাফ মারা যান। নিহত আশরাফ উপজেলার শিবপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ্ পুত্র। তিনি কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করি। আহতদের মধ্যে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।
উল্লেখ্য গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।
২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি
Leave a Reply