আনোয়ার(চট্টগ্রাম) প্রতিনিধি:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ৩ নং রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া গ্রামে পানি ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফ্রি শাক-সবজি বিতরণ করে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন।
শুক্রবার ( ২৯ মে ) প্রান্তিক চাষীদের হাতে উৎপাদনের মূল লভ্যাংশ পৌঁছানোর লক্ষ্যে আনোয়ারার বিভিন্ন পয়েন্ট থেকে সরাসরি প্রান্তিক সবজি চাষীদের কাছ থেকে সবজি ক্রয় করে বসানো হয় এই অস্থায়ী বিনামূল্যে সবজির বাজার৷
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে ফ্রি শাক-সবজি বিতরণের সময় স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন সভাপতি আলীনুর জেমস বলেন, করোনা মহামারি মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পানে আনোয়ারা ৩ নং রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া গ্রামের পানি ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্হ্যবিধি মেনে অসহায় দরিদ্র মানুষের মাঝে অস্থানীয় শাক-সবজি বাজার বসিয়ে ফ্রি শাক-সাবজি বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস আক্রমণে শুরু থেকে আনোয়ারা উপজেলায় উপহার সামগ্রী বিতরণ করা আসতেছে। স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন৷ ভবিষ্যৎ তে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ফ্রি শাক-সাবজি বিতরণের সময় স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ, শাহেদ মাহমুদ, মহিউদ্দিন, দিদার, আলমগীর, বাশার, বক্কর, হুমায়ুন, মফিজ, মহিউদ্দিন মন্টু, শহীদ, সাদ্দাম প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল
Leave a Reply