ফটিকছড়ি ফেনী নদীর স্রোতে ভেসে গেল রামগড় কলেজের মেধাবী ছাত্র পলাশ

ফটিকছড়ি ফেনী নদীর স্রোতে ভেসে গেল মেধাবী ছাত্র

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের সিমান্তবর্তী ফেনি নদীতে পলাশ দে নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার সময় নদীর পানিতে ভেসে আসা কাঠ কুড়াতে গিয়ে সে পানির স্রোতে ভেসে যায়। পলাশ রামগড় সরকারি ডিগ্রী কলেজের একাদশ বর্ষের ছাত্র। স্বামী পরিত্যক্তা মা শিপ্রা রাণীর দুই সন্তানের মধ্যে বড় ছেলে পলাশ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই পলাশ তার বন্ধুদের নিয়ে পাহাড়ি উজান থেকে ফেনী নদীতে ভেসে আসা বিভিন্ন প্রকার গাছের গুড়ি বাঁশ দিয়ে আটকিয়ে পাড়ে তুলছিলেন। এসময় বড় আকারের একটি গাছের গুড়ি ভেসে যাচ্ছিল,পলাশ তখন নদীতে ঝাঁপ দিয়ে গাছের গুড়িটি ধরার চেষ্টা করে।

অল্প সময়ের মধ্যেই পলাশ পানির স্রোতের সাথে তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধুরা রাত সাড়ে ১২ টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও পলাশের খোঁজ মেলেনি।

এদিকে ছেলে নিখোঁজ হওয়ার খবরে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে আয়া (পলাশের মা) শিপ্রা রাণীর করুণ আর্তনাদে ভারী হয়ে উঠছে বাগান বাজার পূরাণ রামগড়ের হিন্দু পাড়া।

বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের ডুবরী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ পলাশকে খুঁজে আনার সর্বাত্মক চেষ্টা করবে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *