২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চট্টগ্রাম বন্দরের এক কর্মী। আজ ৩০ মে শনিবার ভোরে করোনা উপসর্গ শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে তার মৃত্যু হয়।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে মৃত্যুবরণকারী বন্দর কর্মীর নাম আব্দুর রশিদ মিয়াজি। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা হলেও চাকুরির সুবাধে পরিবার নিয়ে চট্টগ্রামের বন্দর কলোনিতে বসবাস করতেন। তিনি বন্দরের যান্ত্রিক বিভাগের হাইস্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বন্দর সচিব বলেন, করোনা উপসর্গ থাকায় মৃত্যুর আগে গত ২৯ মে শুক্রবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় রশিদ মিয়াজির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা রিপোর্ট আসার পর জানা যাবে। তার মৃত্যুতে বন্দর কতৃপক্ষ শোকাহত।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply