সীতাকুণ্ডে রেললাইন থেকে দ্বিখন্ডিত যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে রেললাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৩০।

আজ শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলা বারৈয়ারঢালা কলাবাড়িয় নামক স্থানে রেললাইন দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ আরব আলী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে উপজেলার কলাবাড়িয়া এলাকার রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় একটি লাশ উদ্ধার করেছি। তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

লাশটি আমরা চমেকের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে, এই মামলা তদন্ত করেবেন এএসআই মোঃ হাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *