মারা গেছেন চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার সভাপতিসহ নেতৃবৃন্দের শোক

চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ আর নেই

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ৩১ মে রবিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহামেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু্ই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রুম্মান আহাম্মেদ। তিনি বলেন, বাদ জোহর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

সৈয়দ জামাল আহমেদ এর মৃত্যুতে চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চেওধুরী জাবেদ এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

মৃত্যুর আগে সৈয়দ জামাল আহমেদ নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিয়াম লিঃ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্ব ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি কয়েক দফায় এই ব্যবসায়ীক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *