রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলে চট্টগ্রামের রাউজান উপজেলায় এসএসসিতে পাশের হার ৯০.২৩ ।
চট্টগ্রাম বোর্ডের অধীনে রাউজানে ৫৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮ শত শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে ৪ হাজার ৩ শত ৩১ জন। অকৃতকার্য হয়েছে ৪৬৯ জন।
এ প্লাস (A+) পেয়েছে ১৮১ জন শিক্ষার্থী। ৫৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৩৩ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ প্লাস পায়।
উপজেলার চুয়েট স্কুল এন্ড কলেজের ৭২জন শিক্ষার্থী এ প্লাস পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
শত ভাগ পাশের মধ্যে এগিয়ে রয়েছে রাউজানে ৩ টি বিদ্যালয়। সেগুলো হলো, নোয়াজিষপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, নন্দীপাড়া এস.এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল এসেছে। অন্যান্য বছরের তুলনায় পাশের হার বেড়েছে। এবার পাশ করেছে ৯০.২৩ ছাত্র-ছাত্রী। এ প্লাসের সংখ্যাও ভালো। মোট এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রী ১৮১ জন।
উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। প্রত্যাশিত ভালো ফলাফলের জন্যে সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম
Leave a Reply