ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অবস্থায় (৩০-৩৫) বছর
বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের ফেরসাডাঙ্গি ব্রিজের পাশের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়, গত ২-৩ দিন আগেই অজ্ঞাতনামা ওই নারীকে কেউ বা কাহারা হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখে।
সোমবার স্থানীয় লোকজন বাগানের ভেতর দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম
জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বলেই ধারনা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় অনুসন্ধান ও কারা এ হত্যা কান্ডের সাথে জড়িত তা উদঘাটন করা হবে দ্রুতই। পিএম রিপোর্ট এলেও আমরা অনেকটা জানতে পারবো হত্যার বিষয়ে।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম
Leave a Reply