চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মানুষও এই মহামারি থেকে রক্ষা পাচ্ছে না। তারপরও থেমে থাকবেনা জীবন-জীবিকা। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পাশাপাশি এই মানবিক বিপর্যয়ে সকলের উচিত গরীব, দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানো। সরকারের একার পক্ষে কোন দুর্যোগ মোকাবেলা সামাল দেয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোগ ও দেশের বিত্তশালীদের সহযোগীতা প্রয়োজন।
তিনি আজ অপরাহ্নে নগরীর নাসিরাবাদ গালর্স হাইস্কুল প্রাঙ্গনে মেয়রের নিজ তহবিল হতে ২শ দু:স্থ পরিবারের মাঝে ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন।
এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, এ এইচ চৌধুরী রিপন, তাজ উদ্দীন, মহিউদ্দিন শাহীন, মনিরুল ইসলাম জাবেদ, শফিকুল ইসলাম তাপস, আফতাব আলী খান উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিভিন্ন রাজনীতিক দল ও সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র।
সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগ: নগরীর মাঝিরঘাট এলাকায় সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগের ৭শ দু:স্থ শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জাতীয় শ্রমিকলীগ মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, ঘাট গুদাম শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ : পাহাড়তলী রেলওয়ে স্কুলে এসব উপহার সামগ্রী বিতরণকালে
কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন,মো. মিনহাজ, মো. কলিম শেখ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ : চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ এর ৫ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাছির, মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকতার।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ৫০০ মাস্ক দিলেন স্থপতি আশিক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫শ কেএন ৯৫ মাস্ক তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী ।
আজ দুপুরে চসিক মেয়র দপ্তরে এসব মাক্স হস্তান্তর করা হয়।
এসব মাক্স গ্রহণ করে সিটি মেয়র বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকীর মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
তিনি বলেন, দূর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট হাউসগুলো মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সকলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো।
২৪ ঘণ্টা/এম আর