যশোরে ভারত ফেরত ২ জন করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে নমুনা পরীক্ষা শুরুর প্রথম দিন যশোরের ২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
(যবিপ্রবিতে) নমুনা পরীক্ষা কার্যক্রমের বর্তমান টিম লিডার বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. হাসান মো. আল ইমরান এই তথ্য নিশ্চিত করেছে।

যে দুটি নমুনাকে পজেটিভ বলে চিহ্নিত করা হয়েছে, সেই দুই ব্যক্তি ভারত ফেরত। বেনাপোল হয়ে দেশে ঢোকার পর শার্শায় কোয়ারেন্টাইনে থাকাকালে এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়, ওই ২ জন এখনো শার্শায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে। রিপোর্ট পজেটিভ আসায় তাদের হোমে না, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এরা ২ জনই পুরুষ এবং বাড়ি যশোর সদর উপজেলায়।

সবশেষ ২ জনকে ধরে যশোর জেলায় করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯-এ; যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সর্বাধিক।

গত (২০ মে) সুপার সাইক্লোন আঘাত করার দিন যবিপ্রবি ল্যাব বন্ধ হয়ে যায়। এরপর রবিবার এখানে ফের নমুনা পরীক্ষা শুরু হয়েছিলো। যশোরসহ এই অঞ্চলের ৭ জেলার সিভিল সার্জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হলেও প্রথম দিন মাত্র ১৮টি নমুনা পাঠানো হয় এখানে। যশোর জেলা থেকে সংগ্রহ করা অন্য ২৮টি নমুনা জেলা সিভিল সার্জনের অফিস পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। অন্য ৬টি জেলার সিভিল সার্জন অফিস এদিন যবিপ্রবিতে কোনো নমুনা পাঠায়নি।

২৪ ঘণ্টা/এম আর/নিলয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *