২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন সাতকানিয়ার তরুণ ব্যবসায়ি নেজাম উদ্দিন (৩৫)।
আজ ১ জুন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া তরুণ ব্যবসায়ি নেজাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা চর পাড়ার মন্টু মিয়ার ছেলে এবং পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার আমিরাবাদে ডাটা বাজার নামের একটি জুতার শোরুমের স্বত্তাধীকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অপর এক ব্যবসায়ির কাছ থেকে জানা যায়, গত ২৩ মে জ্বর-শ্বাসকষ্ট (করোনা উপসর্গ) নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিল ব্যবসায়ি নেজাম।
ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়। গত ২৬ মে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আজ সোমবার বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply