২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন করিম উল্লাহ (৫৩) নামে এক পুরুষ। আজ ২ জুন মঙ্গলবার ভোর ৬টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনা উপসর্গ ছাড়াও মৃত্যুর আগে করিম উল্লাহ হৃদরোগেও ভুগছিলেন এমন তথ্য দিয়েছেন জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব।
তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গতকাল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন করিম উল্লাহ। আজ সকাল ৬টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে জেলা সিভিল সার্জন গতকাল রাতের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত ২০৮ জনসহ চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে ৩ হাজার ১৯৩ জনে দাড়িয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply