আজ মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের ৫৫ তম জন্মদিন উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. শাহাদাত হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনায় আয়োজিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের সভাপতিত্বে।
এতে উপস্থিত ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী নুর মোহম্মদ লেদু, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ আবুল বশর, মহানগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, কোতোয়ালী থানার ছাত্রদল নেতা ইয়াকুব আলী জুয়েল, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদল সাধারন সম্পাদক মহিউদ্দিন খান রাজিব, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ২১ নং জামালখান ওয়ার্ড ছাত্রদল নেতা রিফাত হোসেন সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ডাক্তার শাহাদাত হোসেন একজন সজ্জন ব্যাক্তি ও পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামবাসীর মনে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন। রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও পেশায় তিনি একজন চিকিৎসক হওয়ার দরুন, তিনি জনগণের সেবায় আরো বেশি ভুমিকা পালন করছেন। করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ছিলেন। করোনার সময়ে কর্মহীন নগরবাসীর সেবায় তাঁর ভুমিকা অনস্বীকার্য।
Leave a Reply