করোনা আক্রান্ত রোগীর ভয় করোনাতে নই, ভয় প্রতিবেশীর অবহেলায়

করোনা মতামত ডেস্ক

২৪ ঘণ্টা ডট নিউজ। মু. সেলিম হক : গায়ে জ্বর নেই, গলা ব্যথাও নেই আবার সর্দির মত করোনার কোন উপসর্গও নেই। তবুও করোনার পজিটিভ। তবে পুরাপুরি শতভাগ সুস্হ।

যার কথা বলছি সে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ের ৭নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী। নাম মো. নুরুন্নবী।

তার পরিচিত একজন কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাকে নিয়ে আনোয়ারা স্বাস্হ্য কেন্দ্র গেলো করোনা পরীক্ষা করাতে। সে সুবাদে স্বেচ্ছায় নিজেও করোনা পরীক্ষা করালো। তার পজিটিভ আসলো, জ্বর আক্রান্ত ব্যক্তির নেগেটিভ!

নমুনা দেয়ার সাতদিন পর জানলো সে পজিটিভ। মাঝখানে সব স্বাভাবিক ছিলো। ভালই কাটছিলো দিন। কেউ থাকে বড় বড় চোখে দেখেনি। দূরেও সরিয়ে দেইনি।

গতকাল রাতে যথকন তার বাড়িতে পুলিশ আসলো। সবাই চমকে গেলো। তাকে কোয়ারেন্টিনের থাকতে হবে। সাথে তার পরিবারকেও। এটা কোন সমস্যা না। আশপাশে আমরা যারা আছি, আমরা তাদের সাথে কী রকম ব্যবহার করি এটাই বড়ই প্রশ্ন?

গত কয়েকদিনে দুয়েকটা ঘটনা মনে কালো দাগ তৈরি করলো। দরজার ছিটকিনি আটকিয়ে বউ-বাচ্চারা মৃত্যু নিশ্চিত করলো এক হতভাগা স্বামীর।

করোনা তখনই ভয়ংকর মনে হয় যখন মানুষের আচরণ হিংস্র হয়। করোনা দূর্বল হয় তখনই যখন মানুষ মানবিক হয়।

নুরুনবী সাথে আমার কথা হলো। সে খুবই আত্নাবিশ্বাসী। তার ভয় করোনা নই, ভয় হলো আশপাশে মানুষ যেন তাকে অবহেলা না করে। বাঁকা চোখে না দিকে। করোনার বড় ঔষধ সে রপ্ত করেছে। সেটা হলো ‘”মানসিক শক্তি”।

আশা করি আল্লাহ রহমতে সে সুস্হ হবে। প্রতিবেশী সবাই মানবিক হয়ে পাশে দাঁড়াবে। মানবিক তরুণরা সেবায় এগিয়ে আসবেন এটুকুই প্রত্যাশা।

এরমধ্যেই উপজেলা চেয়ারম্যান আর ইউপি চেয়ারম্যান তার সাথে ফোনে যোগাযোগ করেছে। এটাতেই সে খুশি। যেন সে টগবগিয়ে সরস কন্ঠে বললো ত্রাণ নয়, তোমরা আমাদের পাশে থাকো ঠিক আগের মতো মানবিক হয়ে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *