২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তা।
গতকাল ২ জুন মঙ্গলবার রাত ২টার সময় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
করোনায় মারা যাওয়া কর্মকর্তার নাম জসীম উদ্দিন মজুমদার। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব বিভাগের সুপারিন্টেনডেন্ট ছিলেন। তাছাড়া অফডকে (এছাহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড) অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
গণমাধ্যমকে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া। তিনি বলেন, মৃত্যুবরণ করা রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদারের করোনা পজেটিভ ছিলো।
সরকারী নির্দেশনা মোতাবেক হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ ফেনীর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারীর মৃত্যু হয়। এছাড়া ৩০ মে পর্যন্ত কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া কোভিড-১৯ এ আক্রান্তের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply