চট্টগ্রামের রাউজানে মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথের হাট ভরতশ্বরী মার্কেটের সামনে থেকে ৫ কিশোরকে ৫৬ পিস ইয়াবাসহ এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঢালারমুখ তালুকদার মার্কেটের সামনে থেকে ১৫ লিটার চোলাইমদ নিয়ে একজনসহ মোট ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের মো. মতিনের ছেলে ইমরান (২০), মো. রুহুল আমিনের ছেলেন মো. জুয়েল (২১), মো. ইদ্রিসের ছেলেন মো. ফারুক (১৯), মো. ফজল কাদেরের ছেলে মো. মুরাদ (২০), মো. শাহ আলমের ছেলে মো. রাশেদ (১৯)। আটককৃতরা সকলে নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে ১৫ লিটার মদসহ আটক মো. জামাল (৪২) সন্দ্বীপ থানার পশ্চিম মুছাপুর গ্রামের মৃত এমরান মোল্লার ছেলে।
এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গত ১৫ অক্টোবর থেকে বিশেষ অভিযান চলছে। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply