জেন্টস পার্লারের আড়ালে মিনি পতিতালয়, যুবলীগ নেতা আটক

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে একটি মিনি পতিতালয় গড়ে তুলেছিলেন।

গেল সাত অক্টোবর এই হোটেলটিতে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে আটক করেছিল পুলিশ। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এরই প্রেক্ষিতে মানবপাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামি পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনুর রহমান তুহিনকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *