২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের পরিবারের সাত সদস্য সম্পূর্ণভাবে করোনামুক্ত হয়েছেন।
গতকাল বুধবার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরিবারের আক্রান্ত ৮ সদস্যের মধ্যে ৭ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারের জ্যৈষ্ঠ সদস্য এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।
গত ২২ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার মৃত্যুর পর একই পরিবারের করোনায় আক্রান্ত সাত সদস্যই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যায়। গত ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তারা সবাই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে যান।
এর মধ্যে ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং এক সদস্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন।
বুধবার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের ২৪ তারিখে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফুল আলমের পরিবারের সাতজন সদস্য।
পরে বুধবার করোনার পরীক্ষা করা হলে তাদের সবারই করোনা নেগেটিভ আসে। আজ বৃহস্পতিবার তারা সকলেই হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারেন বলে জানা গেছে।
করোনা আক্রান্ত সাত সদস্যদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, ২৬ বছর বয়সী ছেলে আহসানুল আলম মারুফ, এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি ও তার ৩৬ বয়সী স্ত্রী।
জানা যায়, গত ১৭ মে সাইফুল আলম মাসুদের পরিবারের ৬ সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন। এর মধ্যে শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন।
একই দিন রাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ও বড় ছেলের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। পরদিন শনিবার (২৩ মে) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত মা ও বড় ছেলেকে সুগন্ধার বাসা থেকে সরিয়ে ঢাকায় নেওয়া হয়।
এর পরদিন রোববার (২৪ মে) সকাল আটটায় চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের করোনায় শয্যাশায়ী অপর চার ভাই ও এক ভাইয়ের স্ত্রীকে আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনকে ভর্তি করা হলেও আইসিইউ সিটের সংকটের কারণে অপর এক সদস্য আবদুস সামাদ লাবুকে ভর্তি করা হয়েছিল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।
২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স
Leave a Reply