এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের ইন্তেকাল, বিএনপির শোক

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান বুধবার (৩ জুুন) রাত ১টায় জিইসিস্থ মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তিনি দীর্ঘদিন বাধ্যর্ক জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি ২ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। তিনি সন্দ্বীপ উপজেলার সারিকাইদ ইউনিয়নের শীবের হাট কাজী বাড়ির বাসিন্দা ছিলেন।

এদিকে ইন্জিনিয়ার কে এম সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোঃ নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দীন। 

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ইন্জিনিয়ার কে এম সুফিয়ান একজন সৎ, বিনয়ী ও আপাদমস্তক ভদ্র মানুষ ছিলেন। তিনি সবার কাছে সাচ্চা জাতীয়তাবাদী ও দল অন্তপ্রাণ ব্যক্তি হিসিবে পরিচিত ছিলেন। দলের প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রামে পেশাজীবী পরিষদকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তার ভুমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে বিএনপি ও পেশাজীবী সমাজ একজন অভিভাবককে হারাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তার কর্মগুনেই তিনি আমাদের মাঝে বেচে থাকবেন। তার অবদান বিএনপি আজীবন শ্বরণে রাখবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা ইন্জিনিয়ার কে এম সুফিয়ানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে ডবলমুরিং থানা বিএনপি নেতা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা মোঃ করিম উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ইঞ্জিনিয়ার কে,এম সুফিয়ান’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোকবার্তা
প্রবীণ রাজনীতিবিদ, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব),চট্টগ্রাম শাখার সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত উপদেষ্টা কে,এম সুফিয়ান চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইঞ্জিনিয়ার কে,এম সুফিয়ান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার কে, এম সুফিয়ান সাহেবের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)’র নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম ইঞ্জিনিয়ার কে,এম সুফিয়ান চট্টগ্রাম পেশাজীবি অঙ্গনে অত্যন্ত নিবেদিতপ্রান ছিলেন।

এছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসি প্রদক্ষেপ ছিল প্রসংশনীয়। তাঁর এই মৃত্যুতে চট্টগ্রামবাসি ও সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুম ইঞ্জিনিয়ার কে, এম সুফিয়ান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ,আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *