সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিমন হাওলাদার (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার ভাটিয়ারীর মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রিমন মাদামবিবিরহাট এলাকায় একটি বিল্ডিং এ কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সাথে সংস্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রিমন বরগুনা জেলার একই থানার ফুলডলুয়া গ্রামের শাহাজান হাওলাদারের পুত্র। ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরনবী।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply