আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য কমিউনিটি সেন্টার ছেড়ে দিলেন লাবিবা কনভেনশন হল কর্তৃপক্ষ।
করোনা পজিটিভ ব্যক্তি সুস্থ আছেন কিন্তু বাড়িতে সুষ্ঠু আইসোলেশনের ব্যবস্থা নেই তাদেরকে আইসোলেশনে রাখার জন্য লাবিবা কনভেনশন হলকে নির্বাচন করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন ) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন চৌধুরী এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদকে সাথে নিয়ে কনভেনশন হলটি পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন লাবিবা কনভেনশন হলের মালিক হাসানুর রশিদ রিপন।
করোনা রোগীদের সেবায় কমিউনিটি সেন্টার ছেড়ে দেয়ায় লাবিবা কনভেনশন হল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উপজেলা প্রশাসন।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল
Leave a Reply