হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। মো: পারভেজ, হাটহাজারী : করোনার প্রকোপ কোনভাবেই থামছে না হাটহাজারীতে। একের পর এক করোনা শনাক্তের খবরে কম্পিত হচ্ছে হাটহাজারীবাসীর হৃদয়।

এরি মধ্যে শুক্রবার (৫ জুন) করোনা উপসর্গ নিয়ে হাটহাজারীতে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ প্রচন্ড শ্বাস কষ্টে মৃত্যু হয় মো: শাহ আলম (৩৩) নামে এক প্রবাসীর।

ঠিক এর ১০ ঘন্টা পর রাত ১০টার দিকে একই উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুত্য হয় তার ছোট ভাই হাটহাজারী এন জহুর শপিং সেন্টারের আপন ফ্যাশন এর স্বত্বাধিকারী মো: শাহজাহান (৩০)র ।

মঙ্গলবার (২ জুন) করোনা উপসর্গ নিয়ে তারা দুজনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাদের করোনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাদের নিকট আত্মীয় মো: খোরশেদ।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী দুই সহোদর হাটহাজারী পৌরসভার কালাচাঁদ দিঘীর পাড়ের জোহরা বাপের বাড়ির মৃত গোলাম রসূলের পুত্র বলে জানা গেছে।

এদিকে করোনা উপসর্গে নিয়ে চমেক হাসপাতালে আজ সন্ধ্যা ৭ টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুমন বড়ুয়া নামে এক প্রধান শিক্ষকের মৃত্যুর খরর পাওয়া গেছে।

তিনি করোনা উপসর্গ নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনায় মৃত্যুবরণকারী সুমন বড়ুয়া মনছুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *