হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে ১১০ পিস ইয়াবাসহ জিয়াউল হক জিয়া (২৭) এবং আবুল কালাম আবু (২৪) নামে দুই যুবককে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ শনিবার (৬ জুন) শিকারপুর ইউনিয়নের নেয়ামত আলী রোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত জিয়াউল হক জিয়া হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের মিয়া টেন্ডলের পুত্র এবং
আবু কালাম আবু জাহাজ সারা হাতিয়া থানার মৃত তছিল আহাম্মদ এর ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply