বিএসআরএম’র শ্রমিক নিহতের ঘটনায় মামলা

আশরাফ উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে বিএসআরএম স্টিলের কারখানায় লোহার গলিত সিসায় পুড়ে নির্মমভাবে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে রড উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিএসআরএম কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

রোববার (৭ জুন) মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন বিএসআরএম কারখানায় লোহার গলিত সিসায় পুড়ে মারা যাওয়া শ্রমিক আবুল কাশেমের শ্যালক বজলুর রহিম। এতে ওই কারখানার ফ্লোর ইনচার্জকে আসামি করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) জোরারগঞ্জ কারখানায় লোহার গলিত সিসায় পুড়ে পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর পরই মারা যান আবুল কাশেম (৫২) নামে এক শ্রমিক।

এরপর রোববার (৭ জুন) ভোর রাতে ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোড পার হওয়ার পর দগ্ধ আরও দুই শ্রমিক মারা যান। তারা হলেন গিয়াস উদ্দিন (২৪) এবং নজরুল ইসলাম (২৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও দুই শ্রমিক— নুর হোসেন (৩০) ও মহিউদ্দিন (২০)।

বিএসআরএম’র ডিএমডি তপন সেনগুপ্ত বলেন, ‘প্রতিটি শ্রমিকই আমাদের এসেট। দূর্ঘটনায় মৃত্যু অনাকাক্ষিত। একজনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের বিয়টিও আমরা শুনেছি। আমরা আইন অনুযায়ী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য যা যা করতে হবে তা অবশ্যই করবো।

তবে নিহত শ্রমিকরা বিএসআরএম এর নিয়োগপ্রাপ্ত শ্রমিক না হওয়ায় তাদের পরিবারগুলো ক্ষতিপূরণ না পাওয়ার আশঙ্কায় মামলা করেছে বলে জানা গেছে। বিএসআরএম এর বেশিরভাগ শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করে এদের কোন প্রকার নিয়োগ পত্র বা পরিচয় পত্র প্রদান করেনা।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *