ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।
রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।আক্রান্তরা হলেন- সদর উপজেলায় আক্রান্ত চারজনের মধ্যে দুইজনের বাসা শহরের কলেজপাড়ায়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। স্বামী জেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। দক্ষিণ জগন্নাথপুর এলাকার বাসিন্দা শহরের পিওর ডায়াগনেস্টিক সেন্টারের একজন প্যাথলজিস্ট ও শহরের শাহাপাড়া এলাকার এক যুবক করােনায় আক্রান্ত হয়েছেন। সে পেশায় মােবাইল দোকানের একজন সেলসম্যান।পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন দুইজন নারী। এদের একজনের বাসা উপজেলার রগুনাথপুর এলাকায়। তিনি ময়মনসিংহে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সম্প্রতি বাসায় এসে নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ দুইজন। শিশুটির বাবা ইতিপূর্বে করােনা পজিটিভ ছিলেন। তাদের বাসা উপজেলার দূর্লভপুরে। করােনায় আক্রান্ত অপরজন ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি গাজীপুরে লেবারের কাজ করতেন।
এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী এলাকায় আক্রান্ত হয়েছেন একজন। তিনি ঢাকায় নৌ-বাহিনীর অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত। বর্তমানে তিনি তার শ্বশুড়বাড়ী বালিয়াডাঙ্গীতে অবস্থান করছেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৭ জন, হরিপুর উপজেলায় ২৪ জন, রাণীশংকৈল উপজেলায় ১৮ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।
এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম
Leave a Reply