বাবুলের অনুরোধ রাখল বিএসএম গ্রুপ/হলিক্রিসেন্ট হাসপাতাল পেল ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার

বিএসএমগ্রুপ

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে​ রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী বাবুলের​ অনুরোধে​  মুমূর্ষু​ রোগীদের​ জন্য​ নগরীর হলিক্রিসেন্ট হাসপাতালে ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার অনুদান দিল ​বিএসএম গ্রুপ।

গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ানের উদ্দ্যেগে আজ​ দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বীর কাছে এসব​ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন​ বিএসএম গ্রুপের ম্যানেজার এডমিন আলাউউদ্দিন।

এতে, ভারচুয়াল ভিডিও কনফারেন্সে উপস্থিত​ ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল।

অন্যান্যের মধ্যে​ উপস্থিত ছিলেন বিএসএম​ গ্রুপের​ সহকারী ম্যানেজার মোঃ. আয়ুব খান, হলিক্রিসেন্ট হাসপাতালের করোনা ইউনিট-২ এর সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী ও রাউজান​ উপজেলা চেয়ারম্যান এর​ প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তরকালে জেলা সিভিল​ সার্জন সেখ ফজলে রাব্বী​ বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সেবা​ কার্যক্রমে বিএসএম গ্রুপ ১৩ টি​ অক্সিজেন​ সিলিন্ডার হস্তান্তর করেছেন।​ তারা​ অতীতেও আমাদের​ কার্যক্রমে অনেক সহযোগিতা করেছেন। এজন্য বিএসএম​ গ্রুপকে​ তিনি ধন্যবাদ জানান।

জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের শিল্প গ্রুপ গুলো​ যদি​ এভাবে​ এগিয়ে আসে চট্টগ্রামবাসীর​ স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত​ হবে। মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও​ সরকারি নিদের্শনা মানছে​ বলেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা​ চট্টগ্রামে দিন দিন​ বাড়ছে।

তিনি আরো বলেন, আগে​ চট্টগ্রামের​ বিআইটিআইডির​ একটি​ ল্যাবএ করোনা পরীক্ষা​ হতো এখন করোনা​ পরীক্ষার ল্যাব বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ল্যাব ও বুথ বাডানোর কারনে নমূনা​ পরীক্ষা যেমন বেড়েছে করোনা পজিটিভ​ রোগীর সংখ্যা​ও বেড়েছে।

জেলা সিভিল সার্জন বলেন, সরকার স্বাস্থ্য বিধি ও সরকারি​ বিভিন্ন​ নির্দেশনা জারি করে সীমিত পরিসরে অফিস আদালত কলকারখানা খুলে​ দিয়েছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে তবে অনেকেই স্বাস্থ্য বিধি ও সামাজিক​ দূরত্ব​ মানছেনা। ফলে করোনা​ পজিটিভ​ রোগীর​ সংখ্যা​ও বাড়ছে।

তিনি​ আরো বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় যে​ সুযোগ সুবিধা আছে সেগুলো আরো​ কিভাবে​ বাড়ানো​ যাই সেই​ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে মানুষকে বুঝিয়ে ঘরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিশেষে তিনি সকলকে মুখে​ মাস্ক​ ব্যবহার করার অনুরোধ জানিয়ে সরকারি​ স্বাস্থ্য বিধি​ মেনে​ চলার আহ্বান জানান।

উপজেলা​ চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল বলেন, করোনা​ পরিস্থিতিতে সাধারণ​ মানুষ​ যাতে​ কষ্ট​ না পাই​ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে​ ​চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ সকলের​ ঐক্য প্রচেষ্টায় করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএসএম গ্রুপকে অনুরোধ করেছিলাম​, করোনা আক্রান্ত রোগীর জন্য নগরীর হলিক্রিসেন্ট করোনা হাসপাতালে​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য। তারা কথা রেখেছে। আজ​ ১৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান​ করা​ করেছে।

তাছাড়া সাইফ পাওয়া টেক লিমিটেডের কর্ণধার তরফদার​ রুহুল​ আমিন​ চট্টগ্রামের​ করোনা​ রোগীদের জন্য​ ১০০টি​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আশ্বাস​ দিয়েছেন বলে তিনি জানান।

তিনি​ আরো বলেন, অক্সিজেন সিলিন্ডার ও চিকিত্সার অভাবে চট্টগ্রামের মানুষকে মরতে​ দেওয়া​ যাবে না। তিনি চট্টগ্রামের সকল​ রাজনীতিবিদ, ব্যবসায়ী​ ও বৃক্তবানদের যার​ যার​ অবস্থান থেকে করোনা রোগীর সেবায়​ এগিয়ে​ আসার আহ্বান জানান।

২৪ ঘণ্টা/শারমিন সুমি/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *