২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এনবিআরের আরো এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল ৮ জুন সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুবরণ করা কর্মকর্তার নাম সুধাংশু কুমার সাহা। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন।
তিনি জানান, ২৭তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকাতে কর্মরত ছিলেন। গত ১৪ মে সর্বশেষ অফিস করেন তিনি। এরপর তার জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা জমা দেন এই কর্মকর্তা।
মে মাসের শেষ সপ্তাহে সুধাংশু কুমার সাহা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। সুধাংশুর স্ত্রী মানষী সাহা, তাদের সাত বছর বয়সী কন্যা এবং গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয় তখন। তবে তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এর মধ্যে তার অবস্থার অবনতি হলে গত ২৭ মে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার মধ্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply