এবার করোনা জয় করলেন ৯৪ বছরের বৃদ্ধ

করোনা জয় করলেন ৯৪ বছরের বৃদ্ধ

২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা’র মরণঘাতী ছোবলে পুরো বিশ্বের ন্যায় ভারতও যখন দিশেহারা ঠিক তখনই ৯৪ বছর বয়সী এক বৃদ্ধের করোনা জয়ের খবরে কিছুটা আশার আলো দেখছে দেশটির জনগণ।

ভারতের উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের ম্যাজিস্ট্রেট সুহাস ললিনাকারে ইয়াথিরাজ রোববার ৯৪ বছর বয়সী এক বৃদ্ধের করোনা জয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাসটিকে পরাজিত করে সুস্থ হয়ে ওঠায় বৃদ্ধের দৃঢ় মনোবলের প্রশংসা করেন ম্যাজিস্ট্রেট নিজেও। তিনি বলেন, রোববার গৌতম নগরে ৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যেই ওই বৃদ্ধ একজন।

টুইটারে ওই বৃদ্ধের ছবি টুইট করে ম্যাজিস্ট্রেট সুহাস লিখেছেন, স্যার, আপনি আমাদের আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা জোগাচ্ছেন। টুইটে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

গৌতম বুদ্ধ নগরের জেলা তথ্য কর্মকর্তা রাকেশ চৌহান বলেন, রোববার শারদা হাসপাতাল থেকে ১০ রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। করোনার সফল চিকিৎসায় সুস্থ হওয়াদের মধ্যে ছিলেন ৯৪ বছর বয়সী ওই বৃদ্ধ।

দেশটির সরকারি সংবাদসংস্থা পিটিআই বলছে, নবতিপর এই বৃদ্ধকে কয়েক দিন আগে গৌতম বুদ্ধ নগরের বেসরকারি শারদা হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতাল থেকে রোববার ছাড়পত্র পান তিনি।

এর আগে করোনার আরেক মৃত্যুপুরী ইতালীতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধ। ১০১ বছরের বৃদ্ধ মিস্টার পি’র বাড়ি ইতালির রিমিনিতে।

রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাওয়াই হাসপাতালে ভর্তি করা হয়। ১০১ বছরের বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর গোটা দেশে আশার আলো দেখা দিয়েছিল।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *