নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে হালদা নদী ও সর্তাখালের মোহনায় অভিযান চালিয়েছে রাউজান উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ ও অনসার সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এ সময় রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, আনসার ভিডিপি অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় অবৈধ বালুবাহী ৬টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।
রাউজান উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হালদা নদী থেকে বালু উত্তোলন করে ইঞ্জিন চালিত নৌকা করে গহিরা ব্রীক ফিল্ড নামকস্থানে সর্তাখালের পাড়ে রাখার সময় ৬টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করার পর সেগুলো পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।
এই সময়ে সর্তাখালের পাড়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারও ধ্বংস করা করা হয়।
অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদী ও সর্তা খালের মুখে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply