খাগড়াছড়িতে আম পরিবহনে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি জেলায় উৎপাদিত আমসহ ফলমূলের পরিবহনে উপর পৌরসভা ও জেলা পরিষদের অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং বাগান মালিকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতির যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাগান মালিক সমিতির নেতারা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে ৩ টি পৌরসভা, জেলা পরিষদ ও বাজার ফাণ্ডের টোল কেন্দ্র গুলোতে আমসহ ফলজ পণ্য বহনকারী পরিবহনের উপর সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত দুই থেকে তিন’শ গুণ টাকা আদায় করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে টোল পয়েন্টগুলো সিন্ডিকেটের হাতে জিম্মি থাকায় ফল বাগানী ও ব্যবসায়ীদের হয়রানি করছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে গিয়েও কোন সুরাহা মিলছে না। এতে করে খাগড়াছড়ি থেকে ফল কিনতে আগ্রহ হারাচ্ছে বাইরের ব্যবসায়ীরা। এভাবে চলে এ জেলার বাগানীরা বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বলেও আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *