যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড প্রতিনিধি:বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত।

আজ বুধবার (১০ জুন) বেলা ১১টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা এলাকার বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদীর সভাপতিত্বে সীতাকুণ্ড কলেজ রোডস্থ ওয়াহিদী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক সুলাইমান মেহেদী হাসান।

সভায় সীতাকুণ্ডে বিভিন্ন রুটে যাত্রী যাতায়াতের নানান সমস্যা, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্যের চিত্র তুলে ধরা হয়।

সভা শেষ সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদীকে আহ্বায়ক ও স্থপতি ডিজাইন এন্ড কন্সালট্যান্টের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন লায়ন মোঃ গিয়াস উদ্দিন, মছিউদৌলা, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, অধ্যাপক রনজিত সাহা, নাছির উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, মোঃ খুরশেদ আলম, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সুমন দাশ, মামুনুর রশীদ মামুন, বাসু দেব নাথ, জিল্লুর রহমান শিবলী, এম.কে মনির প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *