চট্টগ্রামে চিকিৎসকসহ আরও ১০৮ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৪৩৮৬

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ৪৮ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১৪৩ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৭ জন এবং উপজেলায় ৪৮ জন।

মঙ্গলবার (৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাবে ৩৬৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৩৮৬ জন। এর মধ্যে নগরে ৩১০৯ জন এবং উপজেলায় ১২৭৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: পটিয়া ২২, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ৩, রাউজান ৫ এবং সীতাকুণ্ড ১৫ জন।

চমেক ল্যাব সূত্র জানা যায়, ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তারা হলেন- নাছিরাবাদ মহিলা বয়স ৪৬ বছর ও মাদারবাড়ী মহিলা বয়স ৫৩ বছর।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০২ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *