করোনায় জীবন দিলেন আরও এক বীর পুলিশ সদস্য। তিনি দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল মোঃ এনামুল হক (৪৩)।
বুধবার (১০ জুন) উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার অবস্থার অবনতি হতে থাকলে ডিআইজি, রংপুর রেঞ্চ ও এসপি, দিনাজপুরের উদ্দোগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য এ্যাম্বুলেন্স যোগে প্রেরন করা হলে চান্দুরা নামক স্থানে মৃত্যু বরণ করেন।
তিনি পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো, যথাযথ প্রক্রিয়ায় দাফন সহ অন্যান্য কার্যক্রম চলমান।
করোনা যুদ্ধে এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২১ জন গর্বিত সদস্য জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply