রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

সাংসদ ফজলে করিমের মেঝ ভাই ফজলে রাব্বীর মৃত্যুতে সংসদে শোক

২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ গৃহীত হয়েছে।

১০ মে বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদে শোক প্রস্তাব

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাসদের হাসানুল হক ইনু ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসাপাতালে ইন্তেকাল করেন এবিএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর ২য় পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।

সংসদে বড় ভাইয়ের শোক প্রস্তাব আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

২৪ ঘণ্টা/নেজাম রানা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *