নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র পৃষ্ঠপোষকতায় ও তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে রোকসানা বেগম নামের এক মহিলার লাশ দাফন করলো বিশেষ স্বেচ্ছাসেবী টিম।
বৃহস্পতিবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাউজানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফনের জন্য একটি বিশেষ স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়।
বিশেষ এই টিম গঠন করার ঘন্টাখানেকের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়ীর বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) আহমদ আমিন চৌধুরীর স্ত্রী রোকসানা বেগমের মৃত্যুর সংবাদ শোনামাত্রই লাশ দাফনের প্রস্তুতি নেন বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়াদী সিকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।
রাতেই ঢাকা থেকে লাশ নোয়াজিষপুর ইউনিয়নে পৌঁছার পূর্বেই স্পটে গিয়ে দাফন-কাফনের যাবতীয় প্রস্ততি নেয় বিশেষ স্বেচ্ছাসেবী টিম।
লাশ পৌঁছার পর রোকসানা বেগমের জানাযা শেষে রাত সাড়ে তিনটায় নোয়াজিশপুর করিম সিকদার বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সার্বিক তত্বাবধানে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, জিয়াউল হক রোকন, সাবের হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, বেলাল হোসেন সিফাত, ইফতেখার মাহমুদ, বখতেয়ার উদ্দিন, হুমায়ুন কবির কাঞ্চন, মোহাম্মদ শফি, জসিম উদ্দিন, ইউসুফ মিয়া প্রমুখ।
উল্লেখ্য একুশে পদক প্রাপ্ত গুণীজন মরহুম আবদুল হক চৌধুরীর মেঝ ছেলে অতিঃপুলিশ সুপার (অবঃ) আহমেদ আমিন চৌধুরীর সহধর্মিনী রোকসানা বেগম(৬১) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply