আবুধাবীতে ৩ বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন রাউজানের স্কুলছাত্র আনাস

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:২০১৭ সালের এপ্রিলে আবুধাবির মোচ্ছাফ্ফাতে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন কার্গো ব্যবসায়ী, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মরহুম হাজী সুলতান আহমদ এর বড় নাতি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার আজীবন সদস্য মোহাম্মদ আবছারের বড় ছেলে আনাস আবছার(১৬)।

আনাস আবুধাবী মেরীল্যান্ড স্কুলের নবম শ্রেনীতে অধ্যায়নরত ছিল। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্র আনাসকে প্রথমে আবুধাবীর মফরক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আবুধাবীর পশ্চিমাঞ্চল সিলার সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হলে তিন বছর দুই মাস চিকিৎসকের সকল প্রচেষ্টা ব্যর্থ করে, পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন প্রবাসী সাংবাদিক আবদুল মান্নান ও প্রবাসী সংগঠক ওমর ফারুক রেজা।

তার মৃত্যুর সংবাদে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *