সীতাকুণ্ডে ইউপি সদস্যর বিরুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলা করে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮ টার সময় গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলা চালিয়ে ১ লক্ষ ৫১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ এনে সীতাকুণ্ড মডলে থানায় লিখিত অভিযোগ করেছে
উপজেলাধীন কুমিরা এলাকা রহমতপুর (মহলাপাড়া) ৭ নং ওয়ার্ডে পাহাড়ি গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইউলিয়াম গারো।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সকাল ৮টার সময় কুমিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকসহ ৬/৭ জন মিলে আমাদের গ্রামে গিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় নারীদেরকেও লাঞ্চিত করে। ঘরের জিনিসপত্র ভাংচুর করে।

ইউলিয়াম গারো আরো বলেন, আমাদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় একটি অক্সিজেন ফ্যাক্টরীতে চাকুরী করে, তারা গতকাল বেতন পেয়েছে। এসময় হামলাকারীরা ঘরে থাকা আমার ৩০ হাজার টাকা, মিতালী গারোর ৩০ হাজার টাকা,বেদনা গারোর ৭০ হাজার টাকা,অনিঞ্জিলের ১৫ হাজার টাকা, রতন গারোর ১৫ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল তারা নিয়ে যায়। তারা ৮টি পরিবারের ঘরে হামলা করে মোট ১লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য রফিক জানান, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে বলে আমি স্থানীয় সূত্রে অভিযোগ পেয়েছি। তারই প্রেক্ষিতে সকালে আমি এবং আমার কয়েকজন সহকারী মিলে সেখানে তদন্ত করতে যাই এবং মাদক বিক্রয়ের ৩০ হাজার টাকা এক মহিলার কাছ থেকে আমি নিয়ে নিই। কিছুক্ষণ পর টাকাগুলো আবার তাদেরকে ফেরত দেওয়া হয়।

অভিযোগগুলো অস্বীকার করে ইউপি সদস্য উল্টো তার উপর
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মাহবুব আলম বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *